১৩ বছরেরও বেশি সময় ধরে ন্যাশনাল গ্রীণ কেয়ার বাংলাদেশের মাটির সঙ্গে ও কৃষকদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে কাজ করে আসছে, তাদের সঙ্গে একাত্ম হয়ে, তাদের পরিশ্রমের সঙ্গী হয়ে। আজকের বাজারে যেখানে ভেজাল, নিম্নমানের কাঁচামাল এবং মিশ্রণের মতো সমস্যাগুলো দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠেছে, সেখানেও আমাদের প্রতিশ্রুতি অবিচল রয়েছে। আমরা সর্বোত্তম মানের পণ্য কৃষকদের হাতে তুলে দিতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং তা এমন একটি ন্যায্য মূল্যে, যা তাদের কঠোর পরিশ্রমের প্রকৃত মূল্য দেয় এবং তাদের ভরসার প্রতিদান দেয়। এই অঙ্গীকার বাংলাদেশের কৃষি সম্প্রদায়ের প্রতি আমাদের গুণগত মান, সততা এবং দায়বদ্ধতার একটি প্রতিফলন।
ন্যাশনাল গ্রীণ কেয়ার পণ্যের কখনও পণ্যের গুণগত মানের সাথে আপস করে না। আমরা বিশ্বাস করি গুণগত মান ঠিক থাকলে, পণ্যটি একটা সময় মার্কেটে অবশ্যই প্রভাব বিস্তার করবে।
আমরা মনে প্রাণে বিশ্বাস করি, আমাদের কৃষি শিল্পের মেরুদন্ড হলো আমাদের কৃষক ভাইয়েরা। তারা যদি ভালো থাকে তাহলে আমাদের কৃষি শিল্প ও ভালো থাকবে। এই বিষয় কে মাথায় রেখে আমরা প্রতিনিয়ত কৃষক ভাইদের সাথে মিটিং ও আলোচলা সভা করে চলছি যাতে করে তাদের একটু হলেও সাহায্য হয়।